পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, অভিনব প্রতিবাদ তৃণমূল বিধায়ক কাঞ্চনের

0
1

গাড়িতে বসে টোপর মাথায় বর। কিন্তু তেল নেই গাড়িতে। কি করা যায়? গাড়ির বনেটে দড়ি বেঁধে সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন কিছু মানুষ। যার পুরোভাগে রয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক! রবিবার দুপুরে এভাবেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদে জানালো উত্তরপাড়া শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস। আসলে একটা সময় যখন এত যানবাহন ছিলো না তখন লোকে পশুচালিত গাড়ি ব্যবহার করতো। মানুষ বিয়েও করতে যেত গরুর গাড়ি চেপে। এদিন উত্তরপাড়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সেরকম চিত্রই তুলে ধরা হয়।

আরও পড়ুন- মালদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য