টোকিও অলিম্পিক্সের জন‍্য সিন্ধু, মেরিকমদের ভিডিওতে শুভেচ্ছা বার্তা মোদি, বিরাট, মিতালিদের

0
15

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। সেখানে ভারতের হয়ে অংশ নেবেন একাধিক ক্রীড়াবিদ। পিভি সিন্ধু ( pv sindhu) থেকে মেরিকম (mary kom) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এরা। এবার এদের হয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন বিরাট কোহলি( virat kohli), অজিঙ্কে রাহানে( ajinkya rahane), মিতালি রাজরা( mithali raj)। সেই ভিডিও বিসিসিআইয়ের( bcci) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, ‘চিয়ার ফর ইন্ডিয়া’ স্লোগান দিয়ে।

‘সূর্যোদয়ের দেশে নতুন ভারতের উদয় হবে। এ বারের অলিম্পিক্সে ইতিহাস গড়বে ভারত।’এই শুভেচ্ছা নিয়ে পি ভি সিন্ধু, মেরি কম-দের উজ্জীবিত করলেন কোহলিরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ও বিসিসিআইয়ের  উদ্যোগে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:উইম্বলডন পুরুষদের ফাইনালে মহিলা আম্পায়ার মারিজা সিসাক