প্রয়াত কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র

0
1

প্রয়াত ‘আয়রন ম্যান’-এর বাবা কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ঘুমের মধ্যেই মারা যান বর্ষীয়ান এই পরিচালক। জানা গেছে, দীর্ঘদিন ধরেই পার্কিনসন রোগে ভুগছিলেন তিনি।

বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হলিউডের সুপারস্টার রবার্ট ডাউন লিখেছেন, ‘গত রাতে, ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেলেন বাবা। তিনি ছিলেন প্রকৃতপক্ষে একজন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক। চূড়ান্ত আশাবাদী ছিলেন মানুষটি।’ বাবার মৃত্যুতে শোকপ্রকাশের পরই রবার্ট ডাউনের কমেন্ট বক্স সমবেদনায় ভরে যায়। তাঁকে কঠিন বাস্তব মেনে নেওয়ার বার্তা দেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

প্রথম জীবনে মার্কিন সৈনিক হিসেবে কাজ করেছিলেন রবার্ট ডাউন সিনিয়র।  তাঁর প্রকৃত নাম রবার্ট এলিয়াস জুনিয়র। পরবর্তীতে তাঁর সৎ বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের নাম পরিবর্তন করেন তিনি। ১৯৬১ সালে শর্ট ফিল্ম,  ‘বলস ব্লাফ’ দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন রবার্ট। এরপর ‘নো মোর এক্সকিউসেস’, ‘বাবো ৭৩’, ‘শাফেড এলবোস’ এর মতো একাধিক অফবিট চিত্র পরিচালনা করেন। তবে “Putney Swope” তাঁকে সাফল্যে পৌঁছতে সাহায্য করেছিল। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন এই বর্ষীয়ান পরিচালক।