এবার রাজারহাটে ভুয়ো কল সেন্টারের হদিশ, পুলিশের জালে ৮

0
1

শহরে ফের প্রতারণা চক্রের হদিশ। নামী সংস্থা থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে জালিয়াতি চক্র! ভুয়ো কল সেন্টার খুলে রীতিমতো রমরমা কাণ্ড। অবশেষে CID-এর জালে অভিযুক্ত ৮। একইসঙ্গে উদ্ধার উদ্ধার ৪০টি মোবাইল, একাধিক সিম কার্ড, ল্যাপটপ ও প্রচুর জালি নথি।

গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটে একটি বহুতলে অভিযান চালায় CID-এর একটি বিশেষ টিম। পুলিশের কাছে খবর ছিল, ওই বহুতলে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করছিল বাপ্পা কোলে ও তার সঙ্গীরা। বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নামী সংস্থা থেকে সহজ কিস্তি ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাত তারা। এরপর গ্রাহকদের কাছ থেকে নথি সংগ্রহ করে তা দিয়ে চলতো বেআইনি আর্থিক লেনদেন।

CID আধিকারিকরা তদন্ত করে দেখছেন, এই ভুয়ো কল সেন্টারের সঙ্গে যুক্ত প্রতারকদের আর কার কার সঙ্গে যোগাযোগ ছিল। এর পিছনে কোনও প্রভাবশালীর হাত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- স্তন্যদাত্রী মায়েদেরও টিকাকরণ জরুরি , জানালো আইসিএমআর