ডেল্টা প্রজাতির পর এবার চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ। ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ। শুক্রবারই উত্তরপ্রদেশে দু’জনের দেহে এই প্রজাতির সংক্রমণ ধরা পড়ার পর এই প্রথম উত্ত্র-পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রজাতির রূপ ধরা পড়ল।
ত্রিপুরার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নুমনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। অবশ্য কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা প্রজাতিরও সংক্রমণ ধরা পড়েছে।
দেশে করোনার তৃতীয় ঢেউ যে কোনও মূহুর্তে আসতে পারে বলে আগেই সতর্ক করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা বা হু। করোনার এই প্রজাতিকেই ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ হিসেবে তাঁরা চিহ্নিত করেছে। স্বাস্থ্য মত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশের মোট ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তারমধ্যে রয়েছে, মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্নাটক এবং হরিয়ানা। এবার সেই তালিকায় যোগ হল ত্রিপুরাও।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.