দেশ থেকে একেবারেই নিশ্চিহ্ন হবে না করোনাভাইরাস। ‘আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস’, এমনটাই মত আইসিএমআর(ICMR)-এর। করোনাভাইরাস ধীরে ধীরে এন্ডেমিক স্তরে (Endemic) পৌঁছে তা ইনফ্লুয়েঞ্জায় (Influenza) পরিণত হবে বলে জানাচ্ছে ICMR।
ঠিক যেভাব ইনফ্লুয়েঞ্জা একটা নির্দিষ্ট এলাকায়, একটা নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে প্রায় সবসময়ই থেকে যায়, ঠিক তেমনই থাকবে করোনাভাইরাসও, এমনই মত বিশেষজ্ঞদের। আইসিএমআরের এপিডেমিওলোজি বিভাগের কর্তা ডক্টর সমীরণ পান্ডার মতে, ১০০ বছর আগে অতিমারির আকার নিয়েছিল ইনফ্লুয়েঞ্জা। কিন্তু বর্তমানে তা এন্ডেমিক বা আঞ্চলিক রোগে পরিণত হয়েছে। একইরকমভাবে করোনাভাইরাসও বর্তমান পর্যায় কাটিয়ে এন্ডেমিক স্তরে পৌঁছবে। তবে করোনা প্রতিরোধে সকলকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পাশাপাশি সদ্যোজাত শিশুদের মায়েদেরও টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন ড. সমীরণ পান্ডা। তাঁর বক্তব্য, স্তন্যপানের মাধ্যমে মায়ের শরীর থেকে করোনার অ্যান্টিবডি শিশুর শরীরেও কার্যকরী হয়ে উঠবে। এতে করোনা থেকে রক্ষা পাবে শিশুরাও।
আরও পড়ুন- সব জল্পনায় জল ঢেলে সৌরভ জানালেন, ‘রাজনীতিতে আমার কোনও ইন্টারেস্ট নেই