এবার চালু হবে ‘দুয়ারে KMC’।বাড়ির দোরগোড়ায় পৌঁছবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার উদ্যোগে খুব শীঘ্রই চালু হবে এই কর্মসূচি। দুয়ারে সরকারের মতোই পুরওয়ার্ড ভিত্তিক শিবির করে চলবে এই কর্মসূচি। পুরকর্মীরা বড় আবাসনগুলিতে গিয়ে কাজ করবেন।
বৃহস্পতিবার পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানান, অ্যাসেসমেন্ট ও মিউটেশনের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। কবে থেকে শুরু হবে ‘দুয়ারে কেএমসি’ তা জানিয়ে দেবে পুরসভা।
আরও পড়ুন-মুকুল রায় না’কি অন্য কেউ? PAC-র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা আজ
পুরসভা সূত্রে খবর, বাড়ির কাছের শিবিরে গিয়ে পরিষেবা নিতে পারবেন মানুষ। জানা গিয়েছে, করোনা অতিমারীর জেরে জমি বাড়ি মিউটেশনের বহু কাজ বাকি রয়েছে। সেগুলি যতক্ষণ না শেষ হচ্ছে পুরসভার কোষাগারে অর্থ আসছে না। সেই কারণে শুরু হচ্ছে ‘দুয়ারে কেএমসি’।










































































































































