দুই খুদে অতিথিকে নিয়ে আনন্দের জোয়ার দার্জিলিংয়ে

0
1

পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে রেড পান্ডা। এই পরিস্থিতিতে ফের আনন্দের জোয়ার দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে(Padmaja Naidu Himalayan Zoological Park) দুই শাবকের জন্ম দিল রেডপান্ডা শোভা।
বাবা নোয়েল, মা শোভা। বুধবারই শোভার কোল আলো করে জন্ম নেয় এই দুই ফুটফুটে সন্তান। এই নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে রেড পান্ডার (Red Panda) সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।পৃথিবী থেকে প্রায় হারিয়ে যাওয়ার মুখে রেড পান্ডা। ভারতে যে তিনটি রাজ্যে রেড পান্ডা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে নতুন দুই রেড পান্ডার আবির্ভাবে খুশির হাওয়া পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে।খড়ের বিছানায় চলছে দিব্যি খুনসুটি।
চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই জানিয়েছেন, বৃহস্পতিবার পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের অধিনস্থ টোপকেদাড়া ব্রিডিং সেন্টারে রেডপান্ডা শোভা শাবকদুটির জন্ম দেয়। মা এবং দুই ছানা সকলেই সুস্থ রয়েছে।