রাজ্যগুলিতে অক্সিজেন প্লান্টের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
1

করোনার দ্বিতীয় ঢেউয়ে(covid Second wave) দেশজুড়ে ভয়াবহ সঙ্কট তৈরি হয়েছিল অক্সিজেনের। দেশের নানা প্রান্তে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর সেই বীভৎস ছবি চোখে জল এনে দিয়েছিল গোটা বিশ্বের। দ্বিতীয় ঢেউ সামলে ওঠা গেলেও করোনা এখনো সঙ্গ ছাড়েনি। এই পরিস্থিতিতে অতীত থেকে শিক্ষা নিয়ে শুক্রবার করণা সংক্রান্ত আলোচনায় অক্সিজেনকে গুরুত্ব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার এক বৈঠকে উপস্থিত হয় অক্সিজেন প্লান্ট(oxygen plant) তৈরির কাজ কতদূর এগোল সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

রোগী মৃত্যু সামলাতে দেশজুড়ে তৈরি হচ্ছে ১৫০০ অক্সিজেন প্লান্ট। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা প্রধানমন্ত্রীকে জানান, দেশজুড়ে যে অক্সিজেন প্ল্যান তৈরি হচ্ছে তা সক্রিয় হলে ৪ লক্ষ বেডে অক্সিজেন পৌঁছানো সম্ভব হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্লান্ট তৈরির কাজ শেষ করতে হবে অবিলম্বে। রাজ্য সরকার গুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য সক্রিয় হতে হবে আধিকারিকদের। পাশাপাশি অক্সিজেন প্ল্যান গুলি যাতে সঠিকভাবে পরিচালনা করা হয় তার জন্য উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। প্রতিটি জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রাখার জন্য ৮০০০ জন কর্মীকে প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন:অপেক্ষার কয়েকঘণ্টা: কল্পনা-সুনীতার পরে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় বংশোদ্ভূত সিরিষা

উল্লেখ্য, অক্সিজেন সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী ডাকা উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধামন্ত্রীর সচিব, স্বাস্থ্য মন্ত্রকের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।