রেকর্ড গড়া নয়, ট্রফি জয়ই লক্ষ‍্য লিওনেল মেসির

0
3

রবিবার ভোরবেলা কোপা আমেরিকা ( copa America)মেগা ফাইনালে ব্রাজিলের( brazil) মুখোমুখি হবে আর্জেন্তিনা( Argentina)। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ট্রফি নিয়ে মাঠ ছাড়তে মরিয়া আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি( Lionel Messi)।

চলতি কোপা আমেরিকায় দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। নীল-সাদা জার্সিতে সব চেয়ে বেশি ম‍্যাচ খেলার রেকর্ডও গড়েছেন তিনি। ১৪৭টি ম্যাচ খেলে টপকে গিয়েছেন মাসচেরানোকে। সামনে রয়েছে আরও একাধিক রেকর্ড গড়ার হাতছানি। তবে রেকর্ডের দিকে তাকাতে নারাজ আর্জেন্তাইন সুপারস্টার। বরং ফাইনালে ট্রফি জয়কেই পাখির চোখ করছেন এলএমটেন।

এদিন সাংবাদিক সম্মেলনে লিও বলেন,” কোপায় একটাই লক্ষ্য এই মুহূর্তে। যে কোনও ভাবে ব্রাজিলের মাটিতে নেইমারদের হারিয়ে দলকে চ্যাম্পিয়ন করা। কোনও ব্যক্তিগত রেকর্ড নয়। আমি একটা জিনিসই চাই। এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে। কোপা আমেরিকার ট্রফি হাতে নিতে।”

আরও পড়ুন:তৈরি হয়ে গেল টোকিও অলিম্পিক্সের সূচি, দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছেন পিভি সিন্ধু