কিছুদিন আগে দিব্যি বাস্কেটবল খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গেল ‘অসুস্থ’ প্রজ্ঞা ঠাকুরকে (Pragya Thakur)। বিজেপি সাংসদের সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অসুস্থতার কারণে মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতে হাজিরা দেননি বিজেপি সাংসদ। এর মধ্যে ভাইরাল হয়ে যায় তাঁর নাচের ভিডিও। সম্প্রতি ভোপালে নিজের বাড়িতে অত্যন্ত দরিদ্র পরিবারের দুই তরুণীর বিয়ের আয়োজন করেন প্রজ্ঞা (Pragya Thakur)। সেই বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচ করতে দেখা যায় প্রজ্ঞা ঠাকুরকে। অতিথিদের সঙ্গতও দিতে বলছেন। যদিও প্রজ্ঞার নাচ ভালো লাগেনি কংগ্রেসের। কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা খোঁচা মেরে বলেন, ‘যখনই আমরা ভোপালের সাংসদকে বাস্কেটবল খেলতে দেখি, কারও সাহায্য ছাড়া হাঁটতে দেখি এবং খুশিতে নাচতে দেখি, এটা কি আমাদের আনন্দ দেয়?’
https://twitter.com/NarendraSaluja/status/1412772711269498882?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1412772711269498882%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fpragya-thakur-is-seen-dancing-at-marriage-hall_391750.html
কয়েক দিন আগেই ভাইরাল হয় প্রজ্ঞার বাস্কেটবল খেলার ভিডিয়ো। তাতে দেখা যায়, হুইলচেয়ার ছেড়ে তিনি খেলছেন। সে বারও প্রজ্ঞার ভিডিও টুইট করে সালুজা লেখেন, ‘আমরা ভোপালের সাংসদ প্রজ্ঞাকে ঠাকুরকে হুইলচেয়ারে দেখেছি। কিন্তু, আজ তাঁকে ভোপাল স্টেডিয়ামে বাস্কেটবল খেলতে দেখে খুব খুশি হলাম। এত দিন আমরা জানতাম যে, আঘাতের কারণে তিনি হাঁটতে বা ভাল করে দাঁড়াতে পারতেন না। ঈশ্বর তাঁকে সর্বদা সুস্থ রাখুন।’
https://twitter.com/NarendraSaluja/status/1410621073607913477?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1410621073607913477%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fpragya-thakur-is-seen-dancing-at-marriage-hall_391750.html
আরও পড়ুন- বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান হন, এক্ষেত্রে কেন ব্যতিক্রম, প্রশ্ন শুভেন্দুর







































































































































