তৃণমূল থেকে ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে হারের পর যারা এখন নিত্য হা-হুতাশ করছেন সেই সব দলবদলু নেতাদের প্রবল কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি তাঁদের অন্য গাছের ছাল বলে উল্লেখ করলেন। আর তার পাল্টা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal ghosh) বললেন, অন্য দল ভাঙানোর সময় এটা মাথায় ছিল না কেন?
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির একাধিক নেতা-কর্মীকেই বেসুরো দেখাচ্ছে। বিশেষ করে, নানা সময় দলবিরোধী মন্তব্য করছেন তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীরা। আর এই নিয়ে এবার বেসুরো নেতাদের প্রকাশ্যে আক্রমণ করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দলের বেসুরোদের তিনি অন্য গাছের ছালের সঙ্গে তুলনা করলেন। শুক্রবার দিলীপ ঘোষ বলেন, নতুনরা আমাদের দলকে এখনও বুঝে উঠতে পারেননি, তাই তাঁদের সমস্যা হচ্ছে। ভোটের আগে এরা নানারকম স্বার্থে এসেছিলেন। দলে যারা পুরনো, তাঁদের কোনও সমস্যা নেই। দিলীপের মন্তব্য, অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, এখন খসে পড়ে গিয়েছে।
দিলীপ ঘোষের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, এখন দীর্ঘশ্বাস ফেলে লাভ নেই। দল ভাঙানোর সময় এটা খেয়াল করা উচিত ছিল। কুণাল আরও বলেন, কদিন বাদে দিলীপ ঘোষেরও বিজেপিতে দমবন্ধ লাগবে।
আরও পড়ুন- ভাইরাল ‘বাবাকে বলো’: নিরাপত্তাকর্মীর পরিচয়ে নিজেই কথা বলে ফেললেন শিশির!