কোভ্যাক্সিন ডেল্টা প্রজাতি রুখতে তেমন না হলেও কার্যকরী, জানালো হু

0
2

কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। নভেল করোনাভাইরাসের (Coronavirus) ডেল্টা প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের (Covaxin) কার্যকারিতা তেমন না হলেও তা ‘বেশ ভালো’ বলে জানিয়েছেন সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan)।

স্বামীনাথন জানিয়েছেন, ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য নিয়ে গত ২৩ জুন একটি মিটিং হয়েছে। গত শনিবার কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য প্রকাশ করে ভারত বায়োটেকের দাবি করে, যাঁদের করোনাভাইরাসের উপসর্গ ছিল সব মিলিয়ে ৭৭.৮ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। যাঁদের অতিমাত্রায় উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে তা ৯৩.৪ শতাংশ কার্যকরী। পাশাপাশি তারা দাবি করে, করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিন ৬৫.২ শতাংশ কার্যকরী।

আরও পড়ুন-সঠিক সময়ে মিলছে না পেনশন, মোদিকে চিঠি বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মীদের

WHO’র মুখ্য বিজ্ঞানী জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারতের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের টিকাকরণের দিকে নজর দিতে হবে।