বাংলার মহারাজ (Maharaj) সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) তাঁর বেহালার (Behala) বীরেন রায় রোডের বাড়িতে (Buren Roy Road Residence) গিয়ে ৪৯ তম জন্মদিনের শুভেচ্ছা (Birthday Wish) জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। বরাবরই মহারাজের সঙ্গে সৌহার্দের সম্পর্ক মুখ্যমন্ত্রীর।
প্রতিবারই প্রাক্তন ভারত অধিনায়কের (Ex Indian Captain) জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর এবার সরাসরি তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো খুব তাৎপর্যপূর্ণ।
এদিন বিকেল পাঁচটা নাগাদ সৌরভের বাড়িতে যান মমতা। নিজে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President)। সৌরভের হাতে হলুদ গোলাপের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি শাড়ি উপহার দেন সৌরভ। ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) নিজে পছন্দ করে সেই শাড়িটি কিনেছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৌরভ। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন। নিয়ম করে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।