রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে থেকে তৃণমূল (Tmc) সরকারের আমলের উন্নতি হয়েছে- মত বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর (Ashok Lahiri)। তবে, প্রস্তাবিত বাজেটের সঙ্গে আসল খরচের বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি (BJP) বিধায়ক। বৃহস্পতিবার, বিধানসভায় বাজেট ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকারের আর্থিক নীতি নিয়ে অভিযোগ করেন তিনি। রাজ্যের গত তিন বছরে আর্থিক খরচের হিসাব নিয়ে অডিট করার দাবি জানান বিজেপি বিধায়ক।
পরে সাংবাদিক বৈঠকে অশোক লাহিড়ী বলেন, রাজ্যে ৪৭টি প্রকল্প চলছে। সেইসব প্রকল্পে সুবিধাভোগী কারা? তার তালিকা প্রকাশ করা হোক। তিনি বলেন, “রাজ্যের মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২.৩০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্র সরকার কত ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকার কত ভ্যাকসিন (Vaccine) কিনেছে তা বাজেটে স্পষ্ট নয়।”
তবে এত অভিযোগের পরেও অশোক লাহিড়ী বলেন, বামফ্রন্ট আমলে রাজ্যে যে উন্নতি হয়েছিল তার তুলনায় তৃণমূল আমলে অনেক বেশি উন্নতি হয়েছে। এই সরকারের আমলে রাজ্যের অবস্থা আগের সরকারের থেকে অনেকটাই ভাল রয়েছে।
আরও পড়ুন- স্পিকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমার





































































































































