দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ তরুণীর, জীবিত উদ্ধার করলো জলপুলিশ

0
1

আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ব্যস্ত সময়ে হঠাৎ দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক তরুণী। যদিও বরাতজোরেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। কর্তব্যরত জলপুলিশের তৎপরতায় এ যাত্রায় প্রাণে রক্ষা পান। ওই তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে জলপুলিশ। আপাতত SSKM হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, তরুণীর নাম শ্রাবন্তী দাস (২৭)। বাড়ি কলকাতার আনন্দপুর থানা এলাকায়। পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারবারিক অশান্তির জেরেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তরুণী। কিন্তু পুলিশি তৎপরতায় রক্ষা পেলেন তিনি।

আরও পড়ুন:এরই মধ্যে ২০২৪-এর ফল নিয়ে ভবিষ্যদ্বাণী পিকের, কটা আসন তৃণমূলের?