বিরল দৃশ্য! অগ্ন্যুৎপাতে বেরিয়ে এল পাহাড়প্রমাণ কাদার তাল

0
1

জল ফুঁড়ে বেরিয়ে এল কাদার পাহাড়প্রমাণ তাল। শুধুই তাল তাল কাদা। কয়েকশো ফুট উঁচু সেই কাদার তাল। সঙ্গে উঠে এল অত্যন্ত উষ্ণ জলের ধারা। ঠিক যেন ফোয়ারা। এরকম বিরল অগ্ন্যুৎপাতের দৃশ্য প্রায় দেখা যায় না বললেই চলে। বিজ্ঞানীদের কথায় একে এককথায় বলে ‘মাড ভলক্যানো’।

গত ৪ জুলাই এমন বিরল অগ্ন্যুৎপাত হয় কাস্পিয়ান সাগরে। আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই অগ্ন্যূৎপাত শুরু হওয়ার আগে বা পরে আজারবাইজানের উমিডে তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রগুলি থরথর করে কেঁপে ওঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে। সেই বিস্ফোরণে লাগোয়া ৬ মাইল এলাকায় অনুভূত হয় সেই কম্পন।

বিজ্ঞানীদের কথায়, এমন বিরল অগ্ন্যুৎপাতে পৃথিবীর অন্দর থেকে লাভার স্রোত বেরিয়ে আসার ঘটনা যতটা স্বাভাবিক,ঠিক ততটাই বিরল পাহাড় সমান কাদার পরিমাণ তাল বেরিয়ে আসার ঘটনাও।