স্ত্রীকে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর, খুনের কারণ জানলে চমকে উঠবেন

0
1

বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহ স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে কলকাতার চিৎপুর (Chitpur) অঞ্চলে। বৃহস্পতিবার, চিৎপুর থানায় আত্মসমর্পণ করেন (Surender) অভিযুক্ত।

চিৎপুর থানা এলাকার রাজা মণীন্দ্র রোডের একটি ফ্ল্যাটে থাকতেন মুনমুন দাস (Munmun Das), তাঁর স্বামী সঞ্জয় ও সন্তান। এদিন সকাল ১১টা নাগাদ সঞ্জয় দাস (Sanjay Das) চিৎপুর থানায় গিয়ে পুলিশকে জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন।

সঞ্জয়কে নিয়েই ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। যান ফরেন্সিক আধিকারিকরাও।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মুনমুনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুনমুনের বাপের বাড়ির লোকেরাও। তাঁর দিদির অভিযোগ, সব বিষয় নিয়েই মুনমুনকে সন্দেহ করতেন সঞ্জয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি হত। তবে মুনমুন আত্মহত্যা করতে পারে না বলে দাবি তাঁর। মুনমুনের দাদা বলেন, তাঁর যেরকম ভারী চেহারা তাতে তাঁর পক্ষে যেভাবে দেহ পড়েছিল সেভাবে পড়ে থাকা সম্ভব নয়। সঞ্জয় তাঁদের বোনকে খুন করেছেন বলে অভিযোগ মুনমুনের দাদা-দিদির।