হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরই টোকিওতে( Tokyo) বসতে চলেছে অলিম্পিক্সের( Olympics) আসর। কিন্তু শুরু হওয়ার আগেই বিপত্তি। করোনার ( coronar) কারণে ফের জাপানে ( japan) জরুরি অবস্থা জারি করল জাপান সরকার। অলিম্পিক্স শুরু হওয়ার দু’ সপ্তাহ আগে জরুরি অবস্থা জারি হওয়ায়, অলিম্পিক্স আয়োজকরা চিন্তায় পড়েছেন।
জাপান সরকারের স্বাস্থ্য কর্তা এদিন বলেন,”এখন করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে। খুবই খারাপ অবস্থা। দেশের মানুষকে এই ব্যাপারটা বুঝতে হবে। আগামী দু’মাস এই সময়টা সকলের সতর্ক থাকা প্রয়োজন।”
গতবছরই করোনার কারণে পিছিয়ে দেওয়া হয় অলিম্পিক্স। ঠিক হয় চলতি বছর ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্স। তবে তার আগে জাপানে জরুরি অবস্থা জারি হওয়ায় চিন্তা বাড়াচ্ছে আয়োজকদের। তবে জানা যাচ্ছে বড় সিদ্ধান্ত নিতে চলেছে অলিম্পিক্সের আয়োজকেরা। দর্শকশূন্য স্টেডিয়ামেই গেমসের আয়োজন করতে চলেছে তারা। এমনটাই দাবি স্থানীয় সংবাদমাধ্যমের।
আরও পড়ুন:জল্পনার অবসান, দু’বছরের চুক্তিতে পিএসজিতে সই করলেন সার্জিও র্যামোস