বিধানসভায় (Assembly) হঠাৎ আতঙ্ক। আজ, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ বিধানসভায় মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pandey) ঘরের বাইরে আচমকা আগুনের (Fire) ফুলকি দেখা যায়। ছড়িয়ে পড়ে ধোঁয়াও। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিধানসভার কেয়ারটেকার ও অন্যান্য কর্মীরা। যদিও ঘরের বাইরে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন বিধানসভার কর্মীরা। এই ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ালেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন- বিধান পরিষদের গঠনের প্রস্তাব পাশ বিধানসভায়
তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুনের কারণ খতিয়ে দেখেছেন বিধানসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। তাঁরা বিধানসভার বিদ্যুত সংযোগের অবস্থাও খতিয়ে দেখছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।












































































































































