বিধান পরিষদ অর্থের অপচয়, বিরোধিতায় মন্তব্য শুভেন্দুর

0
1

দুই-তৃতীয়াংশ ভোটে পাশ হল বিধান পরিষদ গঠনের প্রস্তাব। আর এই প্রস্তাব পাশের পরই সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তার দাবি, শাসক ঘনিষ্ঠ যাঁরা ভোটে জেতেননি তাঁদের সুযোগ করে দিতেই এই বিধান পরিষদ।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন, বিজেপি বিধান পরিষদ গঠনের বিরোধিতা করছে। বিধান পরিষদের কার্যকরী করার ক্ষমতা বিধানসভার নেই। এটা শুধুই অর্থের অপচয় । এই অর্থের অপচয় বন্ধ করা উচিৎ।

শুধু তাই নয়, তাঁর আরও দাবি, শাসক ঘনিষ্ঠ যাঁরা ভোটে জেতেননি, তাঁদের মন রাখতেই এই চেষ্টা। এই রাজনৈতিক উদ্দেশ্যের বিরোধিতা করেছে বিজেপি। ৫ বছরে ৬০০ থেকে ৮০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানান শুভেন্দু ।

মঙ্গলবার বিধান পরিষদ নিয়ে বিধানসভায় ভোটাভুটি হয়। দুই-তৃতীয়াংশ ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ৬৯ জন বিধায়ক।