JEE Main 2021 date: কবে হবে পরীক্ষা? দিন ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

0
1

জয়েন্ট এন্ট্রান্স (JEE Main)-এর তৃতীয় পর্বের পরীক্ষা হবে ২০ থেকে ২৫ জুলাই। চতুর্থ দফার পরীক্ষা হবে ২৭ জুলাই থেকে ২ অগাস্ট। জানিয়েদিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এখনও পর্যন্ত যাঁরা নাম নিবন্ধন করতে পারেননি তাঁদের আরও একবার আবেদনের সুযোগ দেওয়া হল।

করোনা অতিমারী পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্সের দুটি পর্বের পরীক্ষার দিন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষে সেই জোট কাটলো। পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, মঙ্গলবার অর্থাৎ আজ রাত থেকেই আবেদন করা যাবে। নাম নিবন্ধনের সময় থাকছে ৮ জুলাই রাত পর্যন্ত।

আরও পড়ুন-স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদে এককাট্টা বিরোধীরা, রাষ্ট্রপতিকে চিঠি সোনিয়া-মমতাসহ ১০ শীর্ষ নেতৃত্বের

নিশঙ্ক আরও জানিয়েছেন, চতুর্থ পর্বের পরীক্ষার জন্য আবেদন করতে হবে ৯ থেকে ১২ জুলাইয়ের মধ্যে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সময় পরীক্ষা-কেন্দ্র বদল করতে পারবেন। তবে পরীক্ষা কেন্দ্র বদলাতে চাইলে আগামী ৩ দিনের মধ্যে তা জানিয়ে দিতে হবে। পরীক্ষার্থীদের পছন্দের কেন্দ্র তাঁদের দেওয়ার চেষ্টা করবে মন্ত্রক।