ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার “BJP-CBI সংক্রান্ত নথি”!

0
2

কসবার (Kasba) ভুয়ো (Fake) ভ্যাকসিন (Vaccine) কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মূল অভিযুক্ত ভুয়ো IAS দেবাঞ্জন দেবের (Debanjan Dev) সঙ্গে এবার “যোগসূত্র” পাওয়া গেলো বিজেপির (BJP)। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর বেশ কিছু ভুয়ো নথিও দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে অভিযুক্তের সঙ্গে “তৃণমূল যোগ” নিয়ে নানা ছবি ও তথ্য সামনে এসেছিল। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু এবার দেবাঞ্জনের বাড়ি থেকেই মিলল বিজেপি সদস্যপদের প্রমাণ। যা সামনে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তবে সেই নথি আসল নাকি জাল, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন-কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে রাজ্যে এনে মুখোমুখি জেরা করতে চায় CBI

পুলিশি তল্লাশিতে দেবাঞ্জনের বাড়ি থেকে বিজেপির সদস্যপদের রসিদ পাওয়া যেতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একইসঙ্গে সিবিআইয়ের নাম লেখা বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নেই নথি দেখে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ব্যক্তির সঙ্গে সিবিআইয়ের এই নথির কোনও যোগই নেই।