৭ দিন স্বামীর দেহ আগলে রইল স্ত্রী, রবিনসন স্ট্রিটের ছায়া এবার সোদপুরে

0
1

রবিনসন স্ট্রিটের(Rabinsan Street) ছায়া এবার উত্তর ২৪ পরগনার সোদপুরে(Sodpur)। প্রায় এক সপ্তাহ ধরে স্বামীর দেহ আগলে ঘরে বসে থাকতে দেখা গেল স্ত্রীকে। সোমবার গোটা বিষয়টি জানাজানি হওয়ার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ(Police)। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমিয় দাস (৮০)। এক বেসরকারি সংস্থায় কাজ করতেন অমিয়। স্ত্রীকে নিয়ে সোদপুরের উত্তরপল্লি এলাকায় থাকতেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই তাদেরকে দেখা যাচ্ছিল না। পাশাপাশি তাঁর বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে বাড়ির দরজা খুলতেই অবাক হয়ে যায় সকলে। দেখা যায় স্বামীর দেহ আগলে বসে রয়েছে তাঁর স্ত্রী অঞ্জলি।

আরও পড়ুন:প্রতিষ্ঠার দিনই পদত্যাগ করলেন অ্যামাজনের সিইও জেফ বেজোস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে অমিয়র। যদিও তা স্বাভাবিক মৃত্যু নাকি অন্যকিছু তা জানতে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ওই দম্পতির পুত্র অভিজিৎ দাস দমদমের বাসিন্দা। বাবার মৃত্যুর বিষয়ে সে কিছুই জানে না বলে দাবি করেছে। প্রায় পাঁচ মাস আগে বাবা-মায়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। কেন এতদিন অভিজিৎ বাবা-মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের দাবি, অমিয়র স্ত্রী অঞ্জলি মানসিক ভারসাম্যহীন ছিলেন।