ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে BJP-র পুরসভা অভিযান। তা নিয়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা BJP-র নেতা-কর্মীদের। সেখান থেকে মিছিল করে বিজেপির যাওয়ার কথা কলকাতা পুরসভার (KMC) দিকে। ইতিমধ্যেই দুই জায়গাতেই পুলিশে পুলিশে ছয়লাপ।
জানা যাচ্ছে, বিজেপির এই অভিযানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসু-সহ বহু নেতা কর্মীরাই থাকবেন।
আরও পড়ুন-বড়সড় দুর্ঘটনা, বর্ধমান স্টেশনের কাছে লাইনচ্যুত রাধিকাপুর এক্সপ্রেস
* সুবোধ মল্লিক স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, ২ জন অতিরিক্ত কমিশনার, ৩ জন ডেপুটি কমিশনার।
* তৈরি রাখা হবে ক্যুইক রেসপন্স টিম, HRFS ও জল কামান।
* সুবোধ মল্লিক স্কোয়ারে ব্যারিকেড তৈরির কাজ চলছে। গার্ডরেল বেঁধে ব্যারিকেড তৈরি করা হচ্ছে।
ইতিমধ্যেই কলকাতা পুরসভার আশেপাশের সমস্ত রাস্তায় যানচলাচল বন্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, মিছিল শুরু হওয়ার জায়গা থেকেই মিছিল আটকানোর চেষ্টা করবে পুলিশ।












































































































































