বিজেপির মিছিলে উত্তেজনা, আটক অগ্নিমিত্রা সহ একাধিক কর্মী-সমর্থক

0
1

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সোমবার পথে নামে গেরুয়া শিবির। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে কলকাতা পুরসভা অবধি যাওয়ার কথা ছিল বিজেপি কর্মী সমর্থকদের। কিন্তু পুর্বঘোষিত রুট বদল করে গণেশ্চন্দ্র অ্যাভিনিউ ধরে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ঢোকার পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। আটক করা হয় অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু সহ গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মীকে।
জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি মিছিল নির্দিষ্ট রুটে না গিয়ে হিন্দ সিনেমা হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে এগোতে শুরু করে। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। এরপরই বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক মহিলা বিজেপি কর্মী অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়লে তাঁকেও ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, করোনাকালে পুরসভা অভিযানের অনুমতি গতকালই খারিজ করে দেয় পুলিশ। জমায়েত করলে মহামারি আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল। তাই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল ঢোকার পরই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। আজকের মিছিলে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল উপস্থিত থাকলেও ওই প্রতিবাদী মিছিলে সৌমিত্র খাঁ ও শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি।