আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যখন করোনার তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কবার্তা শোনাচ্ছেন তখন করোনামুক্তি উদযাপন করার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট (US president) জো বাইডেন। দেশের স্বাধীনতা দিবসে তাঁর দাবি, করোনা থেকে মুক্তি পেয়েছে আমেরিকা (US)। অতিমারি (pandemic) মোকাবিলায় পুরোপুরিভাবে সফল তাঁরা। টিকাকরণে বিশ্বে কার্যত নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (United States)। রবিবার আমেরিকার স্বাধীনতা দিবসে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। স্বাধীনতা দিবসের সঙ্গে করোনা মুক্তিও উদযাপন করা হবে বলে ঘোষণা করেন বাইডেন।
এদিন, হোয়াইট হাউসের সাউথ লনে প্রায় হাজারখানেক অতিথি আমন্ত্রিত ছিলেন। সকলেই জরুরি পরিষেবা ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। সেখানেই বাইডেন করোনার বিরুদ্ধে কার্যত জয় ঘোষণা করেছেন। তিনি বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, সারা দেশ একসঙ্গে সচল হচ্ছে। ভাইরাস এখনও বিশ্ব থেকে বিদায় নেয়নি তবে আমেরিকাবাসী ভাইরাসের শাসন থেকে মুক্তি পেয়েছে। দেশকে আর কোনওভাবেই এই ভাইরাস বিপর্যস্ত করতে পারবে না। যদিও বাইডেনের ঘোষণার পর প্রশ্ন উঠছে, করোনায় ৬ লক্ষাধিক মৃত্যুর রেকর্ড নিয়ে বিশ্ব তালিকায় প্রথমে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এখনই করোনামুক্তি উদযাপনের কথা বলছে? কারণ করোনার সম্ভাব্য তৃতীয় অভিঘাতের সতর্কবার্তা এখনও আছে। অবশ্য মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্তনি ফাউচির দাবি, দুটো ভ্যাকসিন নেওয়ার পর এখন দেশ নিরাপদ।









































































































































