শুরুটা যদিও খুব ছোট করে হয়েছিল। তবুও ২৭ বছর আগের ঠিক ৫ জুলাই নিজের গ্যারেজেই অনলাইন বুক স্টোর হিসেবে অ্যামাজনের সূচনা করেছিলেন জেফ বেজোস। আর যখন তাঁর প্রতিষ্ঠিত আম্যাজন এখন বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা, তখন সেই সংস্থার সিইও-র পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। ইতিমধ্যেই সংস্থার শেয়ারহল্ডারদের সঙ্গে একটি বৈঠকে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। যদিও সংস্থার চেয়ারম্যান থাকছেন তিনি। সংস্থার সব থেকে বেশি শেয়ারও থাকছে তাঁরই নামে।
সালটা ছিল ১৯৯৪ সালে। নিজেরই গ্যারেজে অনলাইন বুক স্টোর হিসেবে অ্যামাজনের সূচনার কথা মাথায় আসে বেজোসের। তবে শুরুটা ছোট হলেও, পরবর্তীকালে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন রিটেল সংস্থা হিসেবে পরিচিত অ্যামাজন। বিশ্বের প্রায় সব দেশেই ছোট -বড় সব ধরণের পণ্যের জন্য এই সংস্থা অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি অনলাইন স্ট্রিমিং, সঙ্গীত ও টেলিভিশন, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ের সঙ্গেও যুক্ত অ্যামাজন। তবে প্রশ্ন উঠেছে, অ্যামাজন ছেড়ে ভবিষ্যতে কী করার পরিকল্পনা রয়েছে বেজোসে? জানা গেছে, বাণিজ্যিক ভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর। তারই জন্য এ মাস থেকেই পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করতে চলেছে ব্লু অরিজিন। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তাঁর ভাইয়ের সঙ্গী হবেন ওয়ালি। এছাড়া হলিউডে ছবি তৈরির দিকেও নজর রয়েছে তাঁর।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.