স্বাধীনতা দিবসে করোনামুক্ত বিশ্বের অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

0
1

স্বাধীনতা দিবস ( independence day of America) হোক করোনার মতো ভয়ঙ্করতম ভাইরাসের (Karuna pandemic) থেকে মুক্তির উদযাপন দিবস। রবিবার ৪ জুলাই আমেরিকার (america) জন্মদিনে হোয়াইট হাউসে (White House) উপস্থিত অতিথিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এভাবেই মনের ভাব ব্যক্ত করেন । করোনাকে তুলনা করলেন ১৭৭৬ সালে ব্রিটিশ (British rule) রাজত্বের বন্দিত্ব ত্থেকে মুক্তির সঙ্গে । করোনাকে জয় করেছে আমেরিকার মানুষ। জয় করার চেষ্টা করছে় সারা বিশ্ব । স্বাধীনতা দিবসে দেশের সেই সাফল্যকেই উদযাপন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সেইসঙ্গে মনে করিয়ে দিলেন করোনা সংক্রমণ এখনও পৃথিবী থেকে পুরোপুরি বিদায় নেয়নি। করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি । প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন, “গত বছর আমরা জীবনের অন্ধকারময় সময় কাটিয়েছিলাম। এ বার আমরা উজ্জ্বল ভবিষ্যত দেখব।” রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশজুড়েই নানা উৎসব অনুষ্ঠান পালন করা হয়।