ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল (Jute Mill)। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক (Suspension of work) এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালেন প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি, ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিলেন, গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে।আর লরি এলে, লরি আর গোডাউন মিলে ৭০০ বেল্ট দিতে হবে।
শ্রমিকেরা এই দাবি মানতে চায়নি।এরপর লেবার অফিসারের সঙ্গে মিটিং হয়। কোনও সুরাহা না হওয়ায় এই নিয়ে প্রশাসনিক পর্যায় বৈঠক হয়। কিন্তু এ বিষয়ে আলোচনা হলেও ব্যর্থ হয়। দুজকে চার্জশিট (Chargsheet) দেয় মিল কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ৪০০ বেল্ট প্রোডাকশন দিয়েছিলেন। কিন্তু কোম্পানি মানতে নারাজ। সোমবার, সকালে হঠাৎ এই সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় গোন্দলপাড়া জুটমিল কর্তৃপক্ষ। প্রায় আড়াই বছর বন্ধের পর ১ নভেম্বর খুলেছিল এই জুটমিল। রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই ফের বন্ধ হয়ে গেল এই মিল। বেকার হয়ে পরলেন প্রায় ৪ হাজার শ্রমিক। এবিষয়ে মিল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









































































































































