রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর, ৩ মাস পর রাজ্যে হাজারের নীচে দৈনিক সংক্রমণ

0
4

রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর। কমছে সংক্রমণ। এবার দীর্ঘ ৩ মাস পর বাংলায় হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। পাশাপাশি, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ হাজার ৬৯৭ জন।

আজ, সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। এই হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ০৬ হাজার ২৭৯ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৮১৭। সুস্থ হয়ে গিয়েছেন মোট ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭ হাজার ৯৫০ জন।