Shuvendu Adhikari আবার দিল্লিতে? এবং প্রচারের আলোর বাইরে? কেন? সেই সঙ্গে প্রশ্ন, শোনা যাচ্ছে ইন্ডিগোর যে বিমানে তিনি দিল্লি গেছেন, তারপরেই দিল্লি থেকে রায়পুরের টিকিট কাটা কেন? যদি টিকিটটি এই শুভেন্দুর হয়, তাহলে তিনি রায়পুর যাচ্ছেন কেন? নাকি স্রেফ দিল্লিসফরের গোপনীয়তা রাখতে রায়পুর দেখিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে? রহস্য জটিল। দিল্লি গেলে কেন গেলেন শুভেন্দু। আবার রায়পুর নিয়েও একই প্রশ্ন। সলিসিটর জেনারেল Tushar Mehtaর বাড়ি যাওয়া নিয়ে বিতর্কের মুখে শুভেন্দুর এই রহস্যময় সফর নিয়ে জল্পনা বাড়ছে। তিনি এখন ঠিক কোথায় এবং কেন, তা নিয়ে অন্ধকারে দিলীপ ঘোষের শিবিরও।
আরও পড়ুন- নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন: পদ্ম ছেড়ে তৃণমূলে কয়েকশো নেতা-কর্মী



































































































































