সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে “বৈঠক” নিয়ে বিতর্কের মধ্যেই আবার দিল্লি যাচ্ছেনশুভেন্দু অধিকারী? এ নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর নামে একটি অদ্ভুত রুটে টিকিট বুকিং আছে। কলকাতা- দিল্লি এবং তারপর দেড় ঘন্টার তফাতে দিল্লি-রায়পুর। এই শুভেন্দুকে নিয়েই বাজার গরম। 1) ইনি কি এই শুভেন্দুই? 2) শুভেন্দু হলে এরকম বুকিং কেন? 3) রায়পুরে কী আছে? যদিও এ বিষয়ে এই শুভেন্দুর তরফ থেকে একটি কথাও বলা হয়নি। অন্য মহল বলছে, তুষার মেহতা বৈঠক অস্বীকার করলেও শুভেন্দু তাঁর বাড়ি যাওয়ায় যে বিতর্ক উঠেছে, সেই ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা চলছে। আবার কারুর কারুর বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি সূত্র বলছে শেষ মুহূর্তে এই টিকিটে দিল্লি যাত্রা বাতিল করছেন শুভেন্দু। এক রহস্য, গোপনীয়তা ও জল্পনা বাড়ছে। দিলীপ ঘোষের শিবির রাজ্য সভাপতিকে অন্ধকারে রেখে এই ঘোরাঘুরিতে রেগে লাল হয়ে আছে। তবে দিল্লিতে যে ব্যক্তিগতভাবে নারদ ও সারদা থেকে বাঁচার চেষ্টা শুভেন্দু করছেন সেটা বিজেপি শিবিরেও আলোচিত। এই করতে গিয়ে দিল্লির বঙ্গবিরোধী চিত্রনাট্যে আরও উগ্র উস্কানির চেষ্টাও করছেন কেউ কেউ। কিন্তু এই গোপনীয়তার কারণ কী? শুভেন্দুঘনিষ্ঠ একজনের ব্যাখ্যা,” দাদা ফোন, হোয়াটসঅ্যাপ এমনকি এখন ফেসটাইমেও কম কথা বলেন। উনি মুখোমুখি জরুরি কথা বলতে চান। ফলে এদিক ওদিক বারবার যেতে হয়। তাতে আরও সমস্যা বাড়ছে।”