উইম্বলডনে( Wimbledon) শনিবার মিক্সড ডাবলসের তৃতীয় পর্বে পৌঁছে গেলেন সানিয়া মির্জা( sania mirza)। রোহন বোপান্নাকে( rohan bopanna) সঙ্গী করে এদিন তিনি হারালেন ইংরেজ জুটি এইডেন ম্যাকহিউ-এমিলি ওয়েবলি স্মিথকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-১।
ম্যাচে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখায় সানিয়া-বোপান্না জুটি। প্রথম সেটে ৬-৩ গেমে জেতার পর দ্বিতীয় সেটেও যেন প্রতিপক্ষকে দুরমুশ করে দেন সানিয়ারা। ৬-১ গেমে জিতে নিলেন তাঁরা। এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমনাত্মক মেজাজে শুরু করে সানিয়া মির্জা এবং রোহন বোপান্না জুটি। বোপান্নাদের সঠিক প্রথম সার্ভিসের শতকরা হার অনেক বেশি হওয়াতে তাদের সার্ভিস গেমের উপর চাপ তৈরি করতে সক্ষম হয়নি প্রতিপক্ষ।
আরও পড়ুন:উইম্বলডনে শেষ ষোলোয় পৌঁছে গেলেন রজার ফেডেরার