উইম্বলডনে ( Wimbledon)শেষ ষোলোয় পৌঁছে গেলেন রজার ফেডেরার( roger federer)। শনিবার তিনি হারালেন ক্যামেরন নোরিকে। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪। এই জয়ের ফলে শনিবার নতুন রেকর্ড গড়ে ফেললেন ফেডেরার। এই নিয়ে ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। উইম্বলডনে এটা ফেডেরারের ১০৪তম জয়।
এ দিন প্রথম দু’টি সেটে সহজে জয় পেয়ে যান ফেডেরার। ৬-৪, ৬-৪ এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ৫-৭ সেটটি হেরে যান ফেডেরার। তবে চতুর্থ সেটে ফের ঘুরে দাঁড়ান তিনি। ৬-৪-এ নোরিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে যান তিনি। এই নিয়ে ১৮ তম বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন ফেডেক্স।
ম্যাচের পর ফেডেরার বলেন,”এই ধরনের পরিসংখ্যান শুনতে বেশ ভাল লাগে। তবে আমি এখন প্রতিটি মিনিটের খেলা উপভোগ করি। সঙ্গে বিশ্বাস করি, আমার মধ্যে আরও টেনিস অবশিষ্ট রয়েছে। এই ৪০ বছরে পৌঁছে যে ভাবে খেলছি, তাতে আমি খুশি। এখন খেলার ফল যাই হোক না কেন, সেটা আমার কাছে বোনাস।”
আরও পড়ুন:ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মিতালি, নিয়মরক্ষার ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত













































































































































