ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ফের আসছে NHRC বা জাতীয় মানবাধিকার কমিশনের দল৷ জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদের নেতৃত্বে এবার দল যাচ্ছে মালদহ- মুর্শিদাবাদে৷ আগামী ৬ ও ৭ জুলাই এই দুই জেলায় যাবে দলটি৷ প্রসঙ্গত, গত ২৯ জুন যাদবপুরে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে না’কি বিক্ষোভ ও নিগ্রহের মুখে পড়তে হয়েছিলো আতিফ রশিদকে৷ এমনই অভিযোগ উঠেছিলো৷ ওই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি রশির মুনির খানকে শোকজ করেছে কলকাতা হাইকোর্ট।
এক মামলার ভিত্তিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এর পরই হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ কমিশনকে দায়িত্ব দেয়, একটি কমিটি তৈরি করে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে পরিস্থিতি দেখে রিপোর্ট দেবে আদালতে। ইতিমধ্যেই এক দফা ঘুরে হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে কমিশনের এই দল৷ এবার কমিশনের দল মালদহ ও মুর্শিদাবাদে যাচ্ছে।
আরও পড়ুন- দিলীপ ঘোষ, কুণাল ঘোষের দেখা হল কোথায়? আড্ডায় কী কথা হল?


































































































































