ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মিতালি, নিয়মরক্ষার ম‍্যাচে ৪ উইকেটে জিতল ভারত

0
2

নজির গড়লেন মিতালি রাজ( Mithali raj)। শনিবার ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন তিনি। মহিলাদের তিন ফর্ম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মিতালি।

শনিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে শুধু রানই করলেন না, ম‍্যাচও জেতালেন মিতালি। ৮৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকলেন তিনি। এই রান করতেই নজির গড়লেন মিতালি। মহিলাদের তিন ফর্ম্যাটের ক্রিকেটে মিতালির রান সংখ‍্যা দাড়াল ১০,২৭৭। এক্ষেত্রে পিছনে ফেলে দেন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। তাঁর রান সংখ‍্যা ১০,২৭৩।

শুধু রেকর্ড গড়াই নয়, এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ জেতালেন মিতালি। একদিনের সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছিল। শনিবার নিয়মরক্ষার ম্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জেতে ভারত। ইংল্যান্ডের ২১৯ রান তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই ভারত ৬ উইকেটে হারিয়ে ২২০ রান তুলে ফেলে।

আরও পড়ুন:কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা