অবিশ্বাস্য হলেও সত্যি, মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন

0
1

চারপাশে সমুদ্রের নীল ঢেউ। আর মাঝখানে বিশাল এলাকা জুড়ে বৃত্তাকারে জ্বলছে বিধ্বংসী আগুন(fire)। আপাতভাবে দেখলেই ঘটনাটি হলিউড সিনেমার কোনও অ্যানিমেশন গ্রাফিক্স ভেবে ভুল হতে পারে। কিন্তু মোটেই তা নয়, চরম বাস্তব এই ঘটনাটি ঘটেছে মেক্সিকো(Mexico) উপসাগরের ইউকাটান উপদ্বীপ এলাকার কাছে। ঘটনাটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়(social media)। তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

জানা গিয়েছে, প্রথমে ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রের এই আগুন দেখতে পান স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে আগুন নেভানোর কাজে নামে মেক্সিকো প্রশাসন। কিন্তু বিশাল সমুদ্রের মাঝে কিভাবে লাগলো এই আগুন? এ প্রসঙ্গে মেক্সিকোর জাতীয় তেল উত্তোলক সংস্থা প্রেমেক্স জানান, সমুদ্রে ওই অঞ্চল থেকে গ্যাসের পাইপ লাইন রয়েছে। যে পাইপলাইন দেশের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত। শুক্রবার কোনও কারনে সেই পাইপলাইন লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বহু এলাকা জুড়ে। প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ চেষ্টার পর বর্তমানে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা ।

পাশাপাশি পেমেক্সের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের ছেড়ে কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি তেল প্রকল্পেরও কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। তবে গ্যাস লিক করলেও সমুদ্রের মাঝে কিভাবে আগুন লাগলো ভাবাচ্ছে সকলকেই। দি মধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে মাঝ সমুদ্রে বিস্ময়কর এই ঘটনা দেখে রীতিমত অবাক গোটা পৃথিবী।