প্রয়াত প্রাক্তন বিধায়ক সুলতান সিং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
3

প্রয়াত বালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ লড়াই শেষ করে রবিবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই জটিল ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন প্রাক্তন বিধায়ক সুলতান সিং। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে রাজ্যের এক দাপুটে আইপিএস আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন তিনি। প্রথমে কংগ্রেসের হয়ে হাওড়া লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে পরাজিত হন। এর পরে যোগ দেন তৃণমূলে।

২০১১ সালে তৃণমূলের টিকিটে বালি থেকে জেতার পর তাঁকে রাজ্য ভুতল পরিবহন নিগমের চেয়ারম্যানের পদ দেন মুখ্যমন্ত্রী। এরপর হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সদস্য ছিলেন সুলতান সিং। পরে মারণরোগ ধরা পড়ার পর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।  রবিবার তাঁর মৃত্যুর খবর পেয়েই টুইটে শোকবার্তায় তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।