ইউরো কাপে( euro cup) কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে( Ukraine) উড়িয়ে দিল ইংল্যান্ড( England)। ম্যাচের ফলাফল ৪-০। সেমিফাইনালে ডেনমার্কের মুখোমুখি গ্যারেথ সাউথগেটের দল।
এদিন কোয়ার্টার ফাইনালের ম্যাচের প্রথম থেকে দাপট দেখায় হ্যারি কেনরা। যার ফলে ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল করে ইংল্যান্ডকে এগিয় দেন হ্যারি কেন। রাহিম স্টারলিংয়ের বাড়ানো পাস থেকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে বলটাকে পাঠিয়ে দেন। এরপর প্রথমার্ধে একাধিক আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় সাউথগেটের দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কার্যত ইউক্রেন শিবিরে ত্রাস সৃষ্টি করেছিল কেন, স্টার্লিংরা। ৪৬ মিনিটে ব্রিটিশ ফুটবল ব্রিগেডকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি মিগুয়ের। এর মাত্র চার মিনিটের মধ্যেই ইংল্যান্ডের আসে তৃতীয় গোলটা। ম্যাচের ৫০ মিনিটে ইংল্যান্ডকে ৩-০ গোলে এগিয়ে দেন কেন। এরপর ও যেন ইউক্রেনের বিরুদ্ধে আটকানো যাচ্ছিলো না সাউথগেটের দলকে। যার ফলে ম্যাচের ৬৩ মিনিটে ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন জর্ডন হেন্ডারসন।
আরও পড়ুন:ইউরো কাপের সেমিফাইনালে ডেনমার্ক