ফের কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। গতকাল রাজ্যে সংক্রমণ কমে ১ হাজার ৪০০-র নীচে নেমেছিল। রবিবার তা আরও খানিকটা নেমে ১ হাজার ৩০০-র নীচে দাঁড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১ হাজার ২৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এইনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭২ জন। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং এবং কলকাতার স্থান।
সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৯৯ জন। সেইসঙ্গে সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ২২৪ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে চলছে গণ টিকাকরণ। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২ কোটি ২৫ লক্ষ ৯১ হাজার ৩৩৯ জন টিকা পেয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে জানানো হয়েছে।