১) ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ইংল্যান্ডের। এদিন তারা ৪-০ উড়িয়ে দিল ইউক্রেনকে।
২) ইউরো কাপে সেমিফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক। শনিবার তারা হারাল চেক প্রজাতন্ত্রকে। ম্যাচের ফলাফল ২-১।
৩) আবারও ফিরছে ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।
৪) উইম্বলডনে জয়ের ধারা বজায় রাখলেন সানিয়া মির্জা। শুক্রবার রোহন বোপান্নাকে সঙ্গী করে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেলেন তিনি।
আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন











































































































































