কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা

0
1

কোপা আমেরিকায়( Copa America) সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা( Argentina)। রবিবার সকালে তারা ৩-০ গোলে হারাল ইকুয়েডরকে( ecuador)। এদিন শুধু গোল করলেন না, গোল করালেনও মেসি। সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি কলম্বিয়া।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই ইকুয়েডরের বিরুদ্ধে দাপট দেখায় মেসি, মার্তিনেজরা। তবে গোল পেতে আর্জেন্তিনাকে ওপেক্ষা করতে হয় ম‍্যাচের ৪০ মিনিট পযর্ন্ত। ম‍্যাচের ৪০ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন ডে পল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় থাকে আর্জেন্তিনার। ম‍্যাচের ৮৪ মিনিটে মেসির পাসে গোল করেন লাউটারো মার্টিনেজ। তবে আসল ম্যাজিক ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ে। বক্সের সামান্য বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে আর্জেন্টিনার জয়কে নিশ্চিত করেন লিও মেসি।

তবে ইকুয়েডরও সুযোগ পেয়েছিল। এনের ভ্যালেন্সিয়া দুটি দারুণ হেডারের সুযোগ পেয়েও হাতছাড়া করেন। তবে ম্যাচের শেষের দিকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফাউল করায় লাল কার্ড দেখেন পিয়েরো হিনকাপি। বেশিরভাগ সময়ে বল নিজেদের আওতায় রাখলেও কোনও সুবিধা করতে পারেনি ইকুয়েডর।

আরও পড়ুন:ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে উড়িয়ে দিল ইংল‍্যান্ড