দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা কাটিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের(Covid infected) সংখ্যা ৪৩,০৭১। লাগাতার ৫২ দিন ধরে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বাড়লো ভারতে(India)। অন্যদিকে ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ৯৫৫। সবমিলিয়ে এখনো পর্যন্ত মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,০২,০০৫ জন।
রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত কমতে শুরু করেছে বর্তমানে সংখ্যাটা ৪,৮৫,৩৫০ জন। যা মোট আক্রান্তের ১.৫৯ শতাংশ। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫২,২৯৯ জন। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত করোনাকে হারিয়ে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮। রিপোর্ট অনুযায়ী বিগত ৫২ দিন ধরে লাগাতার আক্রান্তের চেয়ে বেড়েছে সুস্থতা সংখ্যা। এদিকে দেশে মোট সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.০৯ শতাংশ। পাশাপাশি দৈনিক সংক্রমণের হার বিগত ২৭ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে। রবিবার যা ২.৩৪ শতাংশে পৌঁছয়।
আরও পড়ুন:বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসের চলল গুলি, ২ কর্মীকে বেধড়ক মার
পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে টিকাকরণ অভিযানও এগিয়ে চলেছে দ্রুতগতিতে। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভ্যাকসিন নিয়েছেন ৬৩ লক্ষ ৮৭ হাজার ৮৪৯ জন। এখনো পর্যন্ত মোট ভ্যাকসিন গ্রাহকের সংখ্যা ৩৫.১২ কোটি মানুষ। করোনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে ব্যাপকভাবে এখনো পর্যন্ত ৪১.৮২ কোটি মানুষের করোনা টেস্ট করা হয়েছে।