জঙ্গলরাজ: মহিলাকে গাছে ঝুলিয়ে নৃশংস অত্যাচার মধ্যপ্রদেশে, ভাইরাল ভিডিও

0
1

কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি থেকে চলে আসায় মহিলাকে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে মারধর করার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। চরম অমানবিক এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের(Madhya Pradesh) আলিরাজপুর জেলার এক গ্রামে। ভিডিওতে ওই মহিলাকে নৃশংসভাবে যারা মারছেন তারা মহিলার চাচাতো ভাই। চরম অমানবিক এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছে সব মহল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি, আলিরাজপুর জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে বৌরি থানা এলাকার ফুটতালাব গ্রামের। গত ২৮ জুন সন্ধ্যায় ২০ বছর বয়সে ওই মহিলাকে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে মারধর করে তার পরিবারের লোকেরাই। সম্প্রতি বিয়ে হয়েছিল ওই যুবতীর কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজনকে কিছু না জানিয়ে বাড়ি চলে আসায় এই ধরনের অত্যাচার চালানো হয় পরিবারের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:দাম্পত্যে ইতি: বিবৃতিতে কী জানালেন আমির-কিরণ

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় ওই যুবতীকে দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থাতেই লাঠি দিয়ে তাকে বেধড়ক মারছে কয়েকজন যুবক। আশেপাশে বহু লোকজন দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করছে গোটা ঘটনা। বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওই যুবতীকে নৃশংস অত্যাচারের এই দৃশ্য। প্রায় চার ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক এই ধরনের অত্যাচার চালানোর পর গাছ থেকে নামানো হয় মহিলাকে।