কোভিড বিধি মেনে ১৯ জুলাই থেকেই শুরু সংসদের বাদল অধিবেশন

0
2

সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৯ জুলাই থেকে। শেষ হতে পারে ১৩ অগাস্ট। লোকসভার (Loksabha) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সপ্তদশ লোকসভার ষষ্ঠ অধিবেশন ১৯ জুলাই থেকে শুরু হবে। সরকারের প্রয়োজনীতার উপর নির্ভর করে ১৩ অগাস্ট (August) অধিবেশন শেষ হতে পারে”। এরমধ্যে ১৯ জুলাই থেকে রাজ্যসভার অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)।

করোনার টিকাকরণ, ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপ, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি- এই সব বিষয় নিয়ে মোদি সরকারকে বিরোধীরা কোণঠাসা করার চেষ্টা করবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

 

এর পাল্টা হিসেবে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী দলগুলি কীভাবে বাধা সৃষ্টি করেছে সেগুলি মন্ত্রী পারিষদকে বাদল অধিবেশনে তুলে ধরতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিরোধীদের বিভিন্ন অভিযোগ খণ্ডনের জন্যেও দলের সাংসদদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

 

সাধারণত জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়। শেষ হয় স্বাধীনতা দিবসের আগে। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশনের যাবতীয় প্রস্তুতি হয়ে গিয়েছে। সচিবালয়ের কর্মীরা করোনা টিকা নিয়ে ফেলেছেন। ৪৪৫ সাংসদও টিকা পেয়েছেন। স্পিকার (Speaker) বলেন, “গত অধিবেশনেও আমরা সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করার চেষ্টা করেছিলাম। সেইসঙ্গে সদস্যদের টিকা নেওয়ারও পরামর্শ দিচ্ছি”। অধিবেশনে সব রকম করোনা বিধি মেনে চলতে হবে বলে জানান ওম বিড়লা।