ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন তবস্সুম, সমর্থন নেই তৃণমূলের

0
1

প্রশিক্ষণ ছাড়াই ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন আসানসোলের (Asansol) প্রাক্তন ডেপুটি মেয়র তবস্সুম আরা (Tabassum Aara)। অভিযোগ, পুরসভার টিকাকরণ শিবিরে আচমকাই এক মহিলাকে দেন ভ্যাকসিন (Vaccine)। চিকিত্‍সক নন তবস্সুম। তাঁর কোনওরকম নার্সিং প্রশিক্ষণও নেই। তাও এভাবে তবস্সুম ভ্যাকসিন দেওয়ায় বিতর্ক দেখা দিয়েছে। যদিও ভ্যাকসিন দেওয়ার কথা মানতে রাজি হননি প্রাক্তন ডেপুটি মেয়র। তাঁর কথায়, তিনি শুধু ভ্যাকসিন হাতে নিয়েছিলেন, টিকাকরণ করেননি।

আরও পড়ুন:খুচরো ও পাইকারি ব্যবসাকেও ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র

এভাবে ভ্যাকসিন দেওয়া অনুচিত বলে মন্তব্য করেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। তবে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সিএমওএইচ (Cmoh)। তৃণমূল জেলা নেতৃত্বে তরফ থেকে জানানো হয়েছে, তিনি যদি একাজ করে থাকেন, তাহলে দল বিষয়টিকে সমর্থন করে না।