ইউরো কাপের সেমিফাইনালে স্পেন, লড়াই করেও হার সুইজারল্যান্ডের

0
1

ইউরো কাপে( euro cup) সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন( Spain)। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের তারা হারাল সুইজারল্যান্ডকে( Switzerland)। ম্যাচের ফলাফল স্পেন – ১ (৩) এবং সুইজারল্যান্ড – ১ (১)। এদিন শেষ আটের লড়াইয়ে এনরিকের দলের বিরুদ্ধে দুরন্ত লড়াই চালাল সুইস ব্রিগেড।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ইউরো কাপে প্রথম কোয়ার্টার ফাইনাল। তবে সুইজারল্যান্ড ফুটবলার জাকারিয়ার আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। ম‍্যাচের ৮ মিনিটের মাথায় জর্ডি আলবার দুরপাল্লার জোরালো শট ডেনিস জাকারিয়ার পায়ে লেগে গোল ঢুকে যায়।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে চাপ বাড়ায় সুইজারল্যান্ড। যার ফলে ৬৮ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে সমতা ফেরান শাকিরি। তবে এরই মাঝে সুইস ব্রিগেডে ঘটে বিপত্তি। ম‍্যাচের ৭৭ মিনিটে স্লাইড ট্যাকল করতে গিয়ে ভয়ঙ্করভাবে পা তুলে দেন রেমো ফ্রয়লার। আর এর জেরে লাল কার্ড দেখেন তিনি। এরফলে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। তবে ১০ জনের সুইজারল্যান্ড যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে পাল্টা আক্রমণ করতে ভোলেনি লুইস এনরিকের দল। আক্রমণ চালালেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় দুই দল। যার ফলে ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে একাধিক আক্রমণে ঝাপায় এনরিকের দল। ড্যানি ওলমো, ওয়ারজাবাল, পেদ্রি, জর্ডি আলবারা একের পর এক হানা মারে সুইস বক্সে। কিন্তু সুইস গোলকিপার ইয়ান সোমার যেন দেওয়াল হয়ে দাঁড়ালেন। তাঁর একাধিক অসাধারণ সেভ দিয়ে সুইসদের বাঁচিয়ে দেয়।  বারবার স্প্যানিশ আর্মাডাকে আটকে দিয়েছে সুইস ডিফেন্ডাররা এবং গোলরক্ষক সোমার। আর এর জেরে খেলা গড়ায় পেনাল্টিতে। আর পেনাল্টিতেই বাজিমাত করে স্পেন। টাইব্রেকার শুটে ৩-১ ব‍্যবধানে জিতে যায় লুইস এনরিকের দল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস