আবারও ফিরছে ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি( ranji trophy)। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের( bcci) পক্ষ থেকে। গত বছর করোনার ( corona) কারণে বাতিল করে দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফি। তবে চলতি বছর আবারও ফিরছে এই টুর্নামেন্ট। এরপাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিও আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে রঞ্জি ট্রফি ফিরলেও, হচ্ছে না দলীপ ট্রফি এবং ইরানি ট্রফি। পুরুষ ও মহিলা ক্রিকেটের সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে মোট ২১২৭টি ম্যাচ খেলা হবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে সিনিয়র উইমেন্স ওয়ানডে লিগের মাধ্যমে ঘরোয়া মরশুম শুরু হবে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে শুরু হবে পুরুষদের মরশুম। যা চলতি বছরে ২০ অক্টোবর থেকে শুরু হবে। মুস্তাক আলি ট্রফির পর শুরু হবে রঞ্জি ট্রফি। আগামী ১৬ নভেম্বর থেকে তিন মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। যা শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ২০২২ সালে। এরপর শুরু হবে বিজয় হাজারে ট্রফি।
কোভিড বিধি মেনে সুষ্ঠুভাবে ঘরোয়া মরসুম শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী বোর্ডের কর্তারা।
আরও পড়ুন:কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে জয় দিয়ে মাঠ ছাড়তে মরিয়া মেসিরা