চার মাসে দুবার মুখ্যমন্ত্রী(chief minister) বদলের পর এবার উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন পুষ্কর সিং ধামি(Pushkar Singh Dhami)। শনিবার বিজেপির বিধায়ক দলের এক বৈঠকে সর্বসম্মতিতে ধামিকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ উত্তরাখণ্ডের(Uttarakhand) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন পুষ্কর সিং ধামি।
উল্লেখ্য, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। এরপর গত ১০ মার্চ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিরথ সিং। যদিও তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নানা বিতর্ক তৈরি হয়। যার জেরে অস্বস্তিতে পড়ে দল। যদিও তিরথ সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পিছনে উঠে আসছে অন্য কারণ। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিধানসভার সদস্য না হওয়ায় ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে তিরথ সিংকে। তবে উত্তরাখন্ডে যে দুটি আসন ফাঁকা রয়েছে সেখানে জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি। এদিকে আগামী বছরই নির্বাচন হতে চলেছে উত্তরাখণ্ডে। তাই বিজেপি নেতৃত্ব কোনোভাবেই চান না উপনির্বাচন হোক। এই অবস্থায় সাংবিধানিক সংকট কাটাতে তিরথ সিং রাওয়াতকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব। ফলস্বরূপ দিল্লিতে গিয়ে শুক্রবার জেপি নাড্ডাকে চিঠি লিখে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন রাওয়াত। ওই দিন রাতেই উত্তরাখণ্ডের রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাপত্র পেশ করেন তিনি। এরপর শনিবার দলীয় বৈঠকে পুষ্কর সিং ধামিকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন:খুচরো ও পাইকারি ব্যবসাকেও ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র
উল্লেখ্য, উত্তরাখণ্ড রাজ্যের খতিমা বিধানসভা কেন্দ্র থেকে দুবারের বিজেপি বিধায়ক পুষ্কর সিং ধামি। এর আগে উত্তরাখণ্ডের বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ছিলেন তিনি। আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধামি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়েরও অত্যন্ত ঘনিষ্ঠ। এদিন বিজেপির সমস্ত বিধায়কদের বৈঠকে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক নাম উঠলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় ধামিকেই।














































































































































